 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে কৃষকদের মাঝে লবণ সহনশীল সবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ বিতরণ করা হয়। উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভর্তূকি প্রদানের মাধ্যমে ২৩৪ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রত্যেককে মিষ্টি কুমড়া বীজ ১০ গ্রাম, শসা ০৫ গ্রাম, লাউ ০৬ গ্রাম, ধুন্দুল ০৫ গ্রাম, পুইশাক ১০ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মারুফা খাতুন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম প্রমূখ।