কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে মৎস্য সমপদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।“নিরাপদ মাছে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রকল্প কর্মকর্তা খান মিয়ারাজ হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সম্পাদক সুকুমার দাশ বা”চু, উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা সাবিয়া খাতুন, টেকনিক্যাল অফিসার নিশান মিত্র, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী প্রমুখ।