 
																
								
                                    
									
                                 
							
							 
                    রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত্যু শফিউলাহ গাজীর বড় ছেলে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আঃ মালেক গাজী কিডনি রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টা৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। গতকাল বুধবার আসর বাদ তার নিজস্ব বাসভবনে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।