 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় নকিপুর ক্রিকেট জয়েন্ট’স এর আয়োজনে মহান স্বাধীনতা ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নকিপুর জমিদার বাড়ি ক্রিকেট মাঠে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন কমিটির আহ্বায়ক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদুজ্জামান সাঈদ, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম সায়েদ-বীন-হায়দার রাজীব, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম, অধ্যাপক আবুল কাসেম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব এর সকল সাংবাদিক বৃন্দ।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শ্যামনগর নকিপুর জমিদারবাড়ির ক্রিকেট মাঠ সাবেক এবং বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের এক মিলনমেলায় পরিণত হয়। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে শ্যামনগর লিজেন্ড রেড বনাম শ্যামনগর লিজেন্ড গ্রীণ টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ২০ ওভারে উভয় দল ১৯৮ রান করায় খেলাটি টাই হয়। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে উভয় দলের মধ্যে খেলাটি আবারো অনুষ্ঠিত হবে। আম্পিয়ার ছিলেন অমিত হাসান বিলু ও নুর হোসেন।