ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তর ও এফএও এর উদ্যোগে মৎস্য চাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য দপ্তর, ডুমুরিয়া ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড এ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্ট এর আয়োজনে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীসহ অন্যান্য অংশীজনের অংশ গ্রহনে সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম , মোঃ মাসুদুর রহমান , রফিকুল ইসলাম খান প্রমুখ। আলোচকরা মনে করেন, শিল্প বিপ্লব শুরুর আগে বিশ্বের যে তাপমাত্রা ছিল তার থেকে বৃদ্ধির মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা গেলে বড় ধরণের বিপদ এড়ানো যাবে। তা না পারলে বিপজ্জনক হয়ে পড়বে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবন।