মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ চুলকুড়ি টহল ফরেস্ট ফাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ নেতৃত্বে সঙ্গীয় বনবিভাগের সদস্য দের কে নিয়ে সুন্দর বনে অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ৩ জেলে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাছ ধরা জাল বিষ সহ ১ টি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মালঞ্চ নদীতুষখালী খাল নামক এলাকা থেকে তাদেরকে আটককরা হয়েছে। আটকৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধুপাড়া গ্রামে মৃত আকবার গাজীর ছেলে আফজাল হোসেন (২৭), একই গ্রামের মৃত জামাল গাজী ছেলে ফেরদৌস হোসেন (২৯), বুড়িগোয়ালিনী ইউনিয়নে কলবাড়ি গ্রামের মৃত মিজানুর রহমান ছেলে মনিরুল ইসলাম (২৫)। ডিঙ্গে নৌকা জাল চুনকুড়ি টহলফাড়ী ফরেস্ট অফিসে নিয়ে আসে। এ বিষয়ে চুনকুড়ি ফরেস্ট টহলফাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে বন আইনে মামলা দিয়ে ৩ আসামিকে সাতক্ষীরা কোট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলানং ০২/ চুনকুড়ি ২০২৩/২৪।