সাতক্ষীরায় সরকার নির্ধারিত গ্যাস সিলিন্ডার অধিকমূল্যে বিক্রি হচ্ছে ঃ প্রতারিত হচ্ছে ক্রেতারা
দৃষ্টিপাত রিপোর্ট \ বারবার মূল্য বৃদ্ধি হতে থাকা সিলিন্ডার গ্যাসের মূল্য সরকার ক্রেতা সাধারনের সুবিধার্থে মূল্য কমিয়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের মূল্য ৯৯৯ টাকা নির্ধারন করলেও এর সুফল হতে বঞ্চিত হচ্ছে ক্রেতা সাধারন। ভোক্তাদের কল্যানার্থে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় একদিকে সাধারন মানুষকে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিকমূল্যে ক্রয় করতে হচ্ছে অন্যদিকে কোম্পানী, এজেন্ট এবং বিক্রেতারা বিশেষ লাভবান হচ্ছে। সাতক্ষীরার বাস্তবতায় গ্যাস সিলিন্ডার বাজারে অনুসন্ধান চালিয়ে বিশেষ করে ক্রেতা, বিক্রেতা, এজেন্ট সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানাগেছে কতিপয় এজেন্ট এবং কোম্পানী (এজেন্টদের সরবরাহকারী) এর যোগসাজসে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ক্রেতাদের সংগ্রহ করতে হবে। সাতক্ষীরা শহরে এবং মফস্বল এলাকাগুলোতে ৯৯৯ টাকার গ্যাস সিলিন্ডার ভিন্ন ভিন্ন নামের ভিন্ন ভিন্ন মূল্যে বিক্রি হচ্ছে যার মধ্যে উলেখযোগ্য (১২ কেজি প্রতিটি) মেস্কিকো ১১৮০, ইউনিক ১১০০, যমুনা ১১৩০, ওমেরা ১১৩০, জিএসআই ১০৮০, টোটাল ১৩৫০, এবং ১৫ কেজির ১৬৫০, লাজ ১১৩০, ফ্রেশ ১১৫০, বিএম ১০৮০ টাকা অনুসন্ধানে বেরিয়ে এসেছে খুচরা বিক্রেতাদের অসহায়ত্বের বিষয়টি প্রতিটি সিলিন্ডারে তারা লাভ করছে ২৫ থেকে ৩০ টাকা। ক্ষেত্রে ৯৯৯ টাকার ১২ কেজির সিলিন্ডারের চাহিদার উপর ভিত্তি করে এজেন্টরা মূল্য নির্ধারন করেছে। কিন্তু প্রতিটি সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা, সরকার নির্ধারিত মূল্যে কোম্পানী, এজেন্ট বেং বিক্রেতাদের মুনাফা রাখা কিন্তু বাস্তবতা হলো ১২০ হতে ১৫০ টাকা অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করতে হচ্ছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের বিষয়টি গ্যাস ব্যবহার কারীদের অজানা নয় আর নির্ধারিত মূল্য অপেক্ষা বেশী দাম নেওয়ায় প্রায় সময় ক্রেতা বিক্রেতা বাকবিতন্ডার ঘটনা ঘটছে। সবই চলছে প্রকাশ্যে, ক্রেতারা কেবল অধিক মূল্যে ক্রয় করছে তা নয় এক ধরনের প্রতারনার শিকার হচ্ছে। গ্যাস সিলিন্ডার বাজারের মূল্য বৃদ্ধি বিষয়টি দীর্ঘদিন যাবৎ সরকার সাধারন মানুষকে সুবিধা দিলেও কার্যতঃ তা কতিপয় অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র সুবিধা গ্রহন করছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন দপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেনের দৃষ্টি আকর্ষন করলে এবং ভোক্তা সাধারনকে সরকার নির্ধারত মূল্য অপেক্ষা গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষন দপ্তরের ভূমিকা কি? তিনি জানান বিষয়টি আমাদের গোচুরিভূত হওয়ায় ক্রেতাদের অভিযোগ পাওয়ায় একাধিকবার অভিযান পরিচালনা করেছি, বর্তমানেও অভিযান অব্যাহত সহ গ্যাস বাজার ব্যবস্থা তদারকি চলমান। এ বিষয়ে সাতক্ষীরা জেলা গ্যাস ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: রাশিদুজ্জামান রাশির কাছে জানতে চাইলে তিনি বলেন, বাজারে গ্যাসের সংকট রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ খুব কম। সরকার নির্ধারিত মূল্য বেধে দিলেও আমরা যেমন কিনি তেমনই বিক্রি করি। আমরা প্রতি সিলিন্ডার গ্যাসে ৮ থেকে ১০ টাকা লাভ করি। খুচরা বিক্রেতারা বিক্রয়ের ধরন অনুযায়ী ২০ থেকে ৫০ টাকা লাভ করে।