শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

এশিয়ান গেমস ফুটবল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ছেলেদের বিভাগে চীন-ভারতের গ্রæপে বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: এশিয়ান গেমসের ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের বিভাগে কঠিন গ্রæপে পড়েছে বাংলাদেশ। সেই তুলনায় বাংলাদেশের মেয়েদের শুরুর পথ কিছুটা মসৃণ। চিনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর আসর শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হওয়ার কথা। ফুটবল ডিসিপ্লিনের ছেলে ও মেয়ে বিভাগের ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ছেলেদের বিভাগে স্বাগতিক চীনসহ ২৩ দল অংশ নিবে। ‘এ’ গ্রæপে চীন, ভারত ও মিয়ানমারের সঙ্গে পড়েছে বাংলাদেশ। ছয় গ্রæপের মধ্যে একমাত্র ‘ডি’ গ্রæপের দল তিনটি- জাপান, ফিলিস্তিন ও কাতার। বাকি গ্রæপগুলোয় ৪টি করে দল। অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের নিয়ে হওয়া ছেলেদের বিভাগে শুরুতে দল পাঠানোর সিদ্ধান্ত ছিল না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ), পরে সিদ্ধান্ত বদলায় তারা। এ বিভাগে ছয় গ্রæপের সেরা ও রানার্সআপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা চার দল উঠবে শেষ ষোলোয়। মেয়েদের বিভাগের দলের সংখ্যা ১৭টি। দুই গ্রæপে খেলবে ৪টি করে দল, বাকি তিন গ্রæপে ৩টি করে দল। ‘ডি’ গ্রæপে জাপান, ভিয়েতনাম ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ। নেপালকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সাবিনা-কৃষ্ণারা। এ বিভাগে পাঁচ গ্রæপের সেরা এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা তিন দল উঠবে কোয়ার্টার-ফাইনালে। ছেলেদের বিভাগে বাংলাদেশের ডাগআউটে থাকবেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। মেয়েদের ডাগআউটে সাইফুল বারী টিটুর থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মেয়েদের কোচ হিসেবে আগে পাঠানো তালিকায় নাম ছিল গোলাম রব্বানী ছোটনের। তিনি সরে দাঁড়ানোয় কদিন আগে দলের ভার তুলে দেওয়া হয় টিটুর কাঁধে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টিটুর নিবন্ধন করাতে পারেনি বিওএ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com