স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমবেশ কুমার দাশের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সরকারি উচচ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয়ের কক্ষে সম্মানিত অতিথি ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক সমবেশ কুমার দাশ। এসময় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা একে একে ফুল দিয়ে সংবর্ধনা জানান। প্রিয় শিক্ষকের মন কাড়তে অনেকে দিয়েছেন বাহারি ধরনের উপহার সামগ্রী। দীর্ঘদিন ধরে এক সাথে চলা শিক্ষকবৃন্দ প্রিয় মানুষকে বিদায় জানাতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। শিক্ষক সহ অনেক শিক্ষার্থীদের চোখে ছিল জল। এ যেন হৃদয়ের গহীন থেকে চাপা কান্না। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বৈচনা গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ দাশের পুত্র সমবেশ কুমার দাশ ১৯৯১ সালে খুলনা জেলা স্কুলে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৪ সালে খুলনা সরকারি করনেশন বালিকা বিদ্যালয় এবং ২০০৪ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০১৮ সালে একই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে পদন্নতি পান। শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেনী পেশার মানুষের কাছে অতি পরিচিত মুখ হয়ে উঠেন। সদা হাস্যউজ্জ্বল সকলের পরিচিত শিক্ষক সমবেশ কুমার দাশ দীর্ঘ ৩৩ বছরে কর্মজীবনের অবসান ঘটে গতকাল। প্রধান শিক্ষক সমবেশ কুমার দাশ দৈনিক দৃষ্টিপাতকে জানান, জীবনের পুরো সময় শিক্ষার উন্নয়নে কাজ করেছি। আমার হাতে গড়ে ওঠা শিক্ষার্থীরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত আছেন। আমার চাওয়ার কিছু নেই শিক্ষক-শিক্ষার্থীদের ভালবাসায় চিরদিন বেচে থাকবো।