স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সেঞ্চুরী একাডেমীর বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে খেলোয়াড়দের মধ্যে গাছের চারা বিতরন করা হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমীর প্লেয়ারদের মাঝে চারা বিতরন উদ্বোধন করেন জেলা আ’লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সেঞ্চুরী একাডেমীর প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহমেদ স্বপন। জানাগেছে, সেঞ্চুরী একাডেমী ও হাসিমুখ সাতক্ষীরা উদ্যোগে আ’লীগ নেতা শেখ এজাজ আহমেদ স্বপন দীর্ঘ দিন মানবিক কাজ করেছে। কখন শিক্ষার্থী শিক্ষক সহ আপামর জনসাধারনের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করে আসছে। তার বৃক্ষরোপন কর্মসূচী ব্যাপক সাড়া পড়েছে। এমন মহতি উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বিসিবি কোচ ও ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমীর প্রধান কোচ মো: মুদাচ্ছিনুল ইসলাম তপু, কোচ মো: ইকরামুল ইসলাম লালু, সেঞ্চুরী একাডেমীর ইউনুস আলী সহ ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমীর ৪১ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেক কে একটি করে আমরুপালী চারা প্রদান করা হয়।