বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ ‘গাছ লাগান ,পরিবেশ বাঁচান’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরা সদরের তুজুলপুরে গাছের চারা বিতরন করলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১ টায় তুজুলপুর কৃষক ক্লাবের উদ্দোগ্যে ও তুজুলপুর টলি মালিক শ্রমিক সমিতির সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিতে ¡প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে মীর রবি বলেন,‘প্রকৃতির ভারসম্য রক্ষা করতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে’।এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী,সাতক্ষীরা পৌর আ,লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তুজুলপুর হ্ইাস্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম। এ সময় উপস্থিত সকলের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।