দেবহাটা অফিস \ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন উপলক্ষে হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার সহযোগিতায় এবং বাংলাদেশ নারী উন্নয়ন অধিকার সোসাইটির আয়োজনে দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের অংশ হিসেবে গতকাল হাদিপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ বিতরন ও রোপন কর্মসুচি পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন সাতক্ষীরা জেলা আ’লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, এসময় শিক্ষক, জন প্রতিনিধি, মিডিয়া কর্মি সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উলেখ্য করোনা কালীন সময় গুলোতে হাসিমুখ সেঞ্চুরী জেলার বিভিন্ন এলাকায় সবজি সহ খাদ্য সামগ্রী বিতরন করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে।