বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ জুলাই সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর ফুটবল একাডেমির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজে নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে দেশী-বিদেশি প্রখ্যাত খেলোয়াড়দের সমন্বয়ে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামনগর ফুটবল একাডেমী বনাম গাজির হাট ফুটবল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে গাজিরহাট ফুটবল একাদশ ২-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে চাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। উক্ত খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জুলফিকার আলী মেহেদী লিটন, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ জাবের হোসেন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শেখ তৈয়বুর রহমান বাবলু এবং তার সহকারী হিসেবে ছিলেন জাহাঙ্গীর কবির ও ইলিয়াস হোসেন। খেলা শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করা হয়।