শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

পিএসজির সঙ্গে দেম্বেলের পাঁচ বছরের চুক্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: উসমান দেম্বেলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন বলে খবর বের হয়েছিল। সবশেষ তথ্য অনুযায়ী, প্যারিস ক্লাবে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। বার্সেলোনা উইঙ্গারের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়ে সমস্যার সমাধানও করে ফেলেছে পিএসজি। ৫ কোটি ইউরো রিলিজ ক্লজ কার্যকর করে দেম্বেলেকে কিনে নেওয়ার একেবারে কাছে তারা, জানিয়েছেন দলবদলের খবরের জন্য বিখ্যাত ইটালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এরই মধ্যে লিওনেল মেসিকে হারিয়েছে পিএসজি। তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেও বিদায় নেওয়ার পথে। আক্রমণভাগ শক্তিশালী করতে পিএসজি এই মৌসুমে মার্কো আসেনসিও ও লি ক্যাং-ইনকে চুক্তি করেছে। এবার তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দেম্বেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com