বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, বাঘে ধরা পবিরার, সড়ক দূর্ঘটনায় আহত, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ২ আগস্ট বুধবার বেলা ১২ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, বাঘে ধরা পবিরার, সড়ক দূর্ঘটনায় আহত, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারকে ৫.০০০/= টাকা করে ও ৫ টি পরিবারকে ১০.০০০/= টাকা করে সর্বমোট ১,০০,০০০/= টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তার চেক প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, নূরনগর প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, থানা প্রতিনিধি এস আই অমিত কুমার মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।