মীর আবু বকর \ সাতক্ষীরা নবাগত সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ সুফিয়ান রুস্তমের বরণ ও বিদায়ী সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমানের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা আড়াইটায় সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাক্রমে সদর ডাঃ ফরহাদ জামিল, কলারোয়া ডাঃ মাহবুবুর রহমান, আশাশুনি ডাঃ মিনহাজুল ইসলাম, দেবহাটা ডাঃ আব্দুল লতিফ,শ্যামনগর ডাঃ জিয়াউর রহমান, কালিগঞ্জ ডাঃ বুলবুল কবির, তালা ডাঃ রাজিব সরকার, সিভিল সার্জেন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, আলীগের নেতা ডাঃ সুব্রত ঘোষ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন। নবাগত সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ সুফিয়ান রুস্তম বলেন, আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। কাজ করতে হলে সমস্যা সৃষ্টি হয়, আমি সমস্যার সমাধানের বিশ্বাসী। আমরা সবাই একটি পরিবার আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমি সরকারি কাজ দায়িত্বশীলতার সাথে পালন করব। বিদায়ী সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান বলেন, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী আমাকে আন্তরিকতার সাথে সহায়তা করেছে। সাতক্ষীরার কথা আমার অমৃত মনে থাকবে। সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি এম কে আশেক নেওয়াজ, জেলা ইপিআই সুপার সৈয়দ মিজানুর রহমান, সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, পাবলিক হেলথ নাস সিরিনা সুলতানা, মেডিকেল টেকনোলজি তবু হোসেন, পরিসংখ্যান উজ্জল কুমার, মোঃ সাইফুল ইসলাম সহ সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। জানা গেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা ও খুলনা সিটি কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিকুর রহমানের পুত্র ডাঃ মোঃ শেখ সুফিয়ান রুস্তম ২৭ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে চিকিৎসা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বাগেরহাট শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর এম ও এবং সর্বশেষ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন কালে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে সিভিল সার্জন ডাঃ মোঃ শেখ সুফিয়ান রুস্তম ও তার সহধর্মনী ডাঃ রেশমা পারভিন শম্পা চিকিৎসক দম্পতির ২ সন্তান রয়েছে। উল্লেখ্য বিদায়ী সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমানকে খুলনা সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে।