বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় যুবনীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ২ আগষ্ট বুধবার সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অধিপরামর্শ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ূব ডলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফুরুল আলম বাবু, রূপান্তর পরিচালক শাহাদাৎ হোসেন (বাচ্চু), থানার প্রতিনিধি এসআই অমিত কুমার মন্ডল, ডাঃ মোঃ শাহজাহান সিরাজ প্রমুখ। অধিপরামর্শ সভায় ২০১৬ সালের জুলাইয়ে হলি আর্টিজন বেকারিতে উগ্রবাদীদের ভয়াবহ হামলার উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এজেন্ডা হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অতিথিরা যুবনীতি-২০১৭ এর ১৩ ধারা মোতাবেক সুস্থ্য সমাজ বিনির্মান বিষয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ প্রদান করেন।