চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রইট-এর আবিস্কারক স্যার আচর্য প্রফুল্ল চন্দ্র রায়র ১৬২ তম জন্ম বার্ষিকি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের হলরুমে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজিজুর রহমান, অভিভাবক সদস্য আলাউল সানা, মিজানুর রহমান প্রমূখ। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হয়।