স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, যুগ্ম সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দীকি, নির্বাহী সদস্য অবসর প্রাপ্ত শিক্ষক মো: শফিউদ্দিন। বক্তারা বলেন, পৌরসভার পানির বিল ও ট্রেড লাইসেন্স মূল্য কমানো, পৌরসভার ভঙ্গুর রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা বৃদ্ধিকরন, ফুটপথ না থাকা, নিউ মার্কেট থেকে ভেটখালি এবং বিনেরপোতা থেকে রামচন্দ্রপুর বাইপাস সড়ক কাজ দ্রুত শুরু করা, ইটাগাছা হাটের অবকাঠামো উন্নয়ন করা, জেলা ও উপজেলা মডেল মসজিদ দ্রুত বাস্তবায়ন করা, নিউমার্কেটের কাজ শুরু করা, টার্মিনাল স্থানান্তর করা সহ সাতক্ষীরা উন্নয়নে বিভিন্ন বিষয় বক্তব্য প্রদান করেন। জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন আশরাফুল করিম ধনি, মো: নুরুল হক, রফিকুল ইসলাম, মো: আব্দুস সোবহান, সামছুদ্দীন বাবু, এসএম আবুল কালাম, আ: গফফার, মো: আমিনুল, এসএম আখতারুজ্জামান মুকুল, মুরশিদা আক্তার, নাসিমা খাতুন, সোহরাব হোসেন বাবু প্রমুখ। মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু।