বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”এই স্লোগানকে সামনে রেখে গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ শাহিন হোসেন, উপজেলায় এনজিও সমন্বয়ে পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ।