দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা করে বিষ্ফরক দ্রব্য উপাদানবলী মামলা সহ অন্যান্য মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত আকিবুদ্দীনের পুত্র গোলাম রব্বানী ৬৫, উত্তর বেতকাশি গ্রামের মিজানুর রহমান মোল্যার পুত্র মেহেদী হাসান বুলবুল ২৩ ও খিরোল গ্রামের মোহাম্মদ আলী গাজীর পুত্র রাকিবুল ইসলাম মামুন। দেবহাটা থানার এসআই গোলাম আযম, এসআই লালচাঁদ আলী সহ অপরাপর পুলিশ সদস্যদের অভিযানে তারা গ্রেফতার হয়।