সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩

মীর আবু বকরঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো: রেজা রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল­াহ আল হাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আযম, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী, জেলা আনসার কমাডেন্ট মুর্শিদা আক্তার, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল­াহ, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন। বক্তারা বলেন, তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছোটবেলা থেকে অসাধারন প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্য অঙ্গনে তার বিচরন ছিল চোখে পড়ার মত। আর ক্রীড়া অঙ্গনে তার ভূমিকা ছিল অবিস্মরনীয়। বহু গুনে গুনান্বিত শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেন স্বাধীনতা সংগ্রামের সহিত সরাসরি জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা বাঙালি জাতি কখনো ভুলবে না। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার সময় তিনিও নির্মম ভাবে শহীদ হন। এর পূর্বে সাতক্ষীরা কালেক্টরেট পার্কের বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এরপর একই স্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সমিতির মাঝে চারা বিতরন করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com