দেবহাটা অফিস \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা থানা পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করেছে। সকাল সাড়ে নয়টায় উপজেলা সদরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জনান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, ওসি বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা কলেজের সভাপতি ও আ’লীগ যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খান বাহাদুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদনমোহন পাল, সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা স্মৃতিচারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান উক্ত আলোচনা ষভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলাম, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, আ’লীগ যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।