বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, গাছের চারা বিতরণ, অলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর। এরপর উপজেলা পরিষদ হলরুমে অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। সভায় বক্তারা, শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন ও শেখ কামালের স্মৃতিচারণে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শেখ কামালের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।