সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

সাতক্ষীরা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন আলহাজ্ব এ কে ফজলুল হক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে ফজলুল হক। গতকাল ৬ আগস্ট রবিবার গণভবনে শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্ববাসীর মুখে মুখে, আওয়ামীলীগ সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার, এদেশকে এগিয়ে নিতে এ সরকার বদ্ধপরিকর। আমাদের অগ্রযাত্রায় কেউই বাধা দিতে পারবে না। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা করবো ইনশাআল­াহ। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এ কে ফজলুল হক। এ সময় তিনি আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, তোলা বিহীন ঝুড়ির রাষ্ট্র থেকে উন্নয়নের রাষ্ট্রে পরিণত করতে-মেগা প্রকল্প: স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ (চলমান), মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে সাতক্ষীরার ৪টি আসন পুনরায় উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন। আলহাজ্ব এ কে ফজলুল হকের বক্তব্যের পরে অদ্য হতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতির স্থলে এ কে ফজলুল হককে সভাপতির দায়িত্ব প্রদান করেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। আলহাজ্ব এ কে ফজলুর হককে সভাপতির দায়িত্ব দেওয়ায় সাতক্ষীরা জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এ কে ফজলুর হক কে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com