বুধহাটা প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমাল দাশ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, সাধারণ সদস্য শহিদুল ইসলাম, মেহেদী হাসান বিপুল, জাহাঙ্গীর হোসেন, মিলন হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, আশাশুনি উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, ইউনিয়ন মহৎজীবি লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, শ্রমিকলীগ নেতা রিপন হোসেন, মহিলা মেম্বার দোলন খাতুন, মেম্বার আলতাফ হোসেন, ফিরোজ হোসেন, প্রাক্তন মেম্বার রেজওয়ান আলী, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, আঃ মজিদ, তায়জুল হোসেন, মনি, বিল্লাল, আনী, ইনছার আলী প্রমুখ। সভায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।