স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন নবাগত সিভিল সার্জন ডা: শেখ সুপিয়ান রুস্তম। তিনি গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক অবস্থা পর্যবেক্ষন পাশাপাশি কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় নবাগত সিভিল সার্জন ডা: শেখ সুপিয়ান রুস্তম বলেন, আপনারা সময়মত অফিসে আসবেন। ইপিআই কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। সরকারী সেবা পেতে কোন মানুষ যে ভোগান্তির স্বীকার না হয়। নিয়ম মেনে কাজ করলে সকল প্রকার সহযোগিতা করা হবে। আমি আপনাদের কাছে সেবার উন্নয়ন দেখতে চাই। এছাড়া বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, এমও ডিসি ডা: রাহুল, স্যানেটারী ইন্সপেক্টর আবুল কাশেম, প্রধান সহকারী মাকসুদ, এমটিআই মহিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক, পরিসংখ্যান সাব্বির হোসেন সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীরা। এর পূর্বে নবাগত সিভিল সার্জন ডা: শেখ সুপিয়ান রুস্তম স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফরহাদ জামিল শুভেচ্ছা জানান।