মীর আবু বকরঃ সাতক্ষীরায় বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছে। এই লড়াই সংগ্রামের প্রেরণা দাতা ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর সকল কাজের পিছনে থেকে তিনি সহযোগিতা করেছেন। বাঙালি জাতির মুক্তির সনদ সয়ে দফা ঘোষণার পর আটক হলে বঙ্গমাতা নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতেন। বাংলাদেশ সৃষ্টির পিছনে বঙ্গমাতার অবদান প্রশংসনীয়। ঘাতকরা ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার দিনে এই মহয়সী জননী কে নির্মমভাবে শহীদ করেন। বাঙালি জাতির ইতিহাসে এটি কলঙ্কিত একটি অধ্যায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিকুল ইসলাম, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন,সদর উপজেলা নিবাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আযম,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আলীগের সাধাঃ সম্পাদক জ্যোৎস্না আরা,মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচাক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সভাশেষে জেলার ৫৫ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন এবং ৪০ জন নারীর মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা উপহার প্রদান করা হয়। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণাথীরা উপস্থিত ছিলেন।