দেবহাটা অফিস \ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী দেবহাটা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করেছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী জন্ম বার্ষিকীতে উপজেলা সদরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, সরকারি খান বাহাদুর আহসান উল্যা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা। সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা। সভা পরিচালনা করেন রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, ও মহিলা বিষয়ক নাসরিন নাহার। দেবহাটা কলেজের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্যা কলেজ, হাজি কেয়ামউদ্দীন মোমোরিয়াল কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে অধ্যক্ষ শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, পরিচালনা করেন সহকারী অধ্যাপক আকবর হোসেন, উপজেলার অপরাপর মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সমুহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।