শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

কলারোয়ায় আশ্রায়ণ প্রকল্পের জমিসহ গৃহ পেল মোট ৩৭৫ টি পরিবার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘরের দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। বুধবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, ভূমিহীন গৃহহীন ব্যক্তিদের মাঝে ঘর প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন। পৃথিবীর কোন রাষ্ট্র প্রধান আজও এ ধরণের কোন মহৎ উদ্যোগ নেয়নি। আজকে ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিরা ভূমি ও ঘর পেয়ে হাঁস-মুরগি,গরু, ছাগল লালন পালন করার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ করছে। অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীরা ও বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ পর্যন্ত ৪র্থ পর্যায় দিয়ে মোট ৩৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর হরা হলো।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com