শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে মুজিব শতবর্ষে ভূমিহীন-গৃহহীনদের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে প্রধান মন্ত্রির কর্তৃক গৃহহীনও ভুুমিহীনদের মাঝে উপহার হিসেবে দেওয়া জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা অডিটরিয়মে ভাচ্যুয়ালীতে সারা এক সাথে প্রধান মন্ত্রি শেখ হাসিনা গ্রহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান করেন।তারই ধারবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় ৪র্থ ধাপে ১১০টি গৃহ ও দলির হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আজাহার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এসময়বক্তগন বলেন মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেয়া হয়। মুজিব শতবর্ষ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় কালিগঞ্জে ৩’শ ৭১টি গৃহের বরাদ্ধ হয়। এ উপজেলায় এরই ধারাবাহিকতায় বর্তমানে ৪র্থ পর্যায়ে ১১০টি পরিবারের মধ্যে হস্তান্তর করা। এর মধ্যে মথুরেশপুর ২৮টি, কৃষ্ণনগর ২৪টি, চম্পাফুল ১২টি, ধলবাড়িয়া ৪টি, কুশুলিয়া ৪৩টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, ভাইচ চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান, মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা সিনিয়র প্রকৌশলী আলহাজ্বে শেখ এখতেখারূল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসীস কুমার দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, আইসিটি কর্মকর্তা হিমেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বা”চু, দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক সরকারী কর্মকর্তা কর্মচারী ও গৃহ ও ভূমি গ্রহনকারী সুফলভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com