বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সিপিপি খুলনা অঞ্চলের উপ-পরিচালনক গোলাম কিবরিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সিপিপির আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।