স্টাফ রিপোর্টার ঃ তালা উপজেলা মহিলা দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতা উৎসব মুখর পরিবেশে, আনন্দ আয়োজনে নানান কর্মসুচির মাধ্যমে পালিত হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী। “সংগ্রাম-স্বাধীনতা প্রেরনায় বঙ্গমাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী, প্রেরনার উৎস্য, আন্দোলন সংগ্রামের প্রেরনা দানকারী বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে র্যালী, আলোচনা সভা, অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন, আর্থিক সহযোগিতা প্রদান, শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন করা হয়। দিন ব্যাপী অনুষ্ঠান গুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তালা থানা ওসি চৌধুরী রেজাউল করিম, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরর্শীদা পারভীন পাঁপড়ী, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার ওবায়দুল হক প্রমুখ। অনুষ্ঠান গুলোতে নারীদের অংশ গ্রহন ছিল বিশেষ ভাবে লক্ষনীয়।