স্টাফ রিপোর্টার ঃ রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা প্রকল্পের ১০ কিলোমিটার রাস্তার দুই পাশে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার চৌকিঘাটা ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সীমান্ত এলাকার রাস্তার দুই পাশে তালের বীজ বপন কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটারি ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ পিপি মাগফুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনী, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, ক্লাব এডিটর রোটাঃ অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, রোটাঃ এ্যান নাজমুন নাহার, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পিপি ও অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ট্রেইনার রোঃ প্রভাষক আব্দলাহ আল মামুন, ক্লাব সভাপতি রোঃ আতিক মুজাহিদ, ক্লাব সেক্রেটারি রোঃ আল আমিনুর রহমান প্রমুখ। উলেখ্য বিগত বছরে তলুইগাছা থেকে উক্ত স্থান পর্যন্ত তালের বীজ বপন করা হয়।