যখন তুমি ঘুমাও
অশোক কুমার বিশ্বাস
যখন তুমি ঘুমাও….
আটলান্টিকের ফেনিল গর্জন থেমে যায়
আমাজানের হাঁসগুলো পরম শান্তিতে যুগলবন্দী হয়;
শীতের সকালে সুন্দরবনের বাঘ নির্বিঘেœ ঘুমায়।
যখন তুমি ঘুমাও….
এভারেস্ট শৃঙ্গের খাঁজে খাঁজে রাশি রাশি বরফ জমে;
সদ্যভূমিষ্ঠ শিশু আপনমনে মাতৃস্তন স্পর্শ করে;
শুক্লাপক্ষের শশীকলা মাঝরাতে অকারন অভিমান করে।
যখন তুমি ঘুমাও….
বৃন্দাবনের পাখিরা তোমার নিদ্রাভঙ্গের অপেক্ষায় থাকে;
ফুলওয়ালীর মন ভালো থাকে না;
চিলাহাটগামী সীমান্ত এক্সপ্রেস নিঃশব্দে স্টেশন ছেড়ে যায়।
তুমি ঘুমাও বলে পৃথিবী ঘুমায়
আর এক অচেনা অতিথি
সারারাত জেগে থাকে….
তোমার ঘুম ভাঙ্গার প্রতীক্ষায়
মৌন সংলাপের এক দুরন্ত নেশায়।