রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যখন তুমি ঘুমাও- অশোক কুমার বিশ্বাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

যখন তুমি ঘুমাও
অশোক কুমার বিশ্বাস
যখন তুমি ঘুমাও….
আটলান্টিকের ফেনিল গর্জন থেমে যায়
আমাজানের হাঁসগুলো পরম শান্তিতে যুগলবন্দী হয়;
শীতের সকালে সুন্দরবনের বাঘ নির্বিঘেœ ঘুমায়।
যখন তুমি ঘুমাও….
এভারেস্ট শৃঙ্গের খাঁজে খাঁজে রাশি রাশি বরফ জমে;
সদ্যভূমিষ্ঠ শিশু আপনমনে মাতৃস্তন স্পর্শ করে;
শুক্লাপক্ষের শশীকলা মাঝরাতে অকারন অভিমান করে।
যখন তুমি ঘুমাও….
বৃন্দাবনের পাখিরা তোমার নিদ্রাভঙ্গের অপেক্ষায় থাকে;
ফুলওয়ালীর মন ভালো থাকে না;
চিলাহাটগামী সীমান্ত এক্সপ্রেস নিঃশব্দে স্টেশন ছেড়ে যায়।
তুমি ঘুমাও বলে পৃথিবী ঘুমায়
আর এক অচেনা অতিথি
সারারাত জেগে থাকে….
তোমার ঘুম ভাঙ্গার প্রতীক্ষায়
মৌন সংলাপের এক দুরন্ত নেশায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com