এফএনএস বিদেশ: চীনের উত্তরাঞ্চলজুড়ে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটিতে গতকাল শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ আরও বন্যা ও ঝড় হতে পারে বলে সতর্ক করেছেন। খবর এএফপির। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় স¤প্রচার মাধ্যম জানায়, হেবেই প্রদেশেই মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহ আগে চীনে টাইফুন ডকসুরি আঘাত হানার পর দেশটিতে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে করে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। উদ্ধারকারীরা বন্যায় ভেসে যাওয়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এএফপির সাংবাদিকরা গত বুধবার হেবেই পরিদর্শন করেছেন। তারা জানিয়েছে, হেবেইয়ের বিভিন্ন অংশের রাস্তা এখনো কাদামাটিতে আচ্ছন্ন। বাসিন্দারা পানিবন্দী জিনিসপত্র পুনরুদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিষ্কার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সিসিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত হেবেইতে ভারী বৃষ্টিতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। এখনো আরও ১৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। অন্যদিকে চলতি সপ্তাহে দেশটির রাজধানী বেইজিংয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন উদ্ধারকর্মীও ছিলেন। এ ছাড়া গত সপ্তাহে বৃষ্টিতে দেশটির জিলিন প্রদেশে বৃষ্টিতে ডজন খানের বেশি লোক মারা গেছে। প্রতিবেশী লিয়ানিং প্রদেশে গত মাসের শেষদিকে ভারী বৃষ্টিতে দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, হেবেই প্রদেশে আরেক ফ্লাড কন্ট্রোল টিম পাঠানো হয়েছে। সেখানে বন্যার পরিস্থিতি এখনো ভয়াবহ।