বিশেষ প্রতিনিধি \ কালীগঞ্জ উপজেলার রতনপুর পি ডি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পি ডি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গান, কবিতা আবৃত্তি, কৌতুক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযুদ্ধা এশার আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রফিক, প্রভাষক রনজিত রায়, প্রভাষক গণেশ চন্দ্র সরকার, ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের, ইউপি সদস্য সুমন আহমেদ, সহকারি প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ, শিক্ষক আমিনুর রহমান, আশরাফুল আলম মিন্টু, ভরত চন্দ্র, তাসলিমা খাতুন, ইসমতআরা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ফিরোজ আহমেদ।