এফএনএস স্পোর্টস: লিওনেল মেসি চলে গেছেন। এখনো পর্যন্ত দলে অবস্থান করা কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে নিয়ে পিএসজির সংকট আরও ঘনীভ‚ত। সেই ঘনীভ‚ত সংকট মাথায় নিয়েই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ান শুরু হচ্ছে আজ থেকে। তবে চ্যাম্পিয়ন পিএসজি মাঠে নামবে আজ শনিবার, প্রতিপক্ষ লঁরিয়ে। তার আগে দলের বড় দুই তারকা এমবাপ্পে ও নেইমারকে নিয়ে পিএসজির অস্থিরতা আরও প্রকট। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে দলে ফিরেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে পিএসজির হয়ে খেলেছেনও। হয়তো ক্লাবের হয়ে মৌসুম শুরুর অপেক্ষাতেই আছেন নেইমার। কিন্তু এর মধ্যেই খবর, তাকেও বিক্রি করে দিতে চাইছে পিএসজি! তবে নেইমারের চেয়েও পিএসজির বড় অস্থিরতা এমবাপ্পেকে নিয়ে। এই মৌসুমেই এমবাপ্পেকে বিক্রি করতে আরও কঠোর অবস্থানে পিএসজি। এমবাপ্পের ওপর কঠোরতার খড়্গ বাড়িয়েই চলেছে ফরাসি ক্লাবটি। এমবাপ্পেকে পিএসজির সর্বশেষ হুঁশিয়ারি, তিনি ক্লাবে থাকলে তাকে মৌসুমে এক মিনিটও খেলানো হবে না! শুধু তাই নয়, বার্ষিক মিডিয়া দিবসের দলীয় ফটোসেশন থেকেও এমবাপ্পেকে বাদ দিয়েছে পিএসজি! এতসব চাপের কারণ একটাই, এমবাপ্পে যেন এই মৌসুমেই ক্লাব ছাড়তে রাজি হন! পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না, এই মর্মে গত মৌসুম শেষেই পিএসজিকে চিঠি দেন এমবাপ্পে। সেই চিঠিই পিএসজি কর্তাদের খেপিয়ে তুলেছে। চুক্তি নবায়ন না করলে আগামী মৌসুমে এমবাপ্পে হয়ে যাবেন স্বাধীন খেলোয়াড়। সেক্ষেত্রে তাকে বিক্রি করে কোনো টাকাই পাবে না পিএসজি। ফরাসি ক্লাবটি তাই এই মৌসুমেই তাকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কৌশল গ্রহণ করেছে। এরইমধ্যে এমবাপ্পের জন্য দুটি ক্লাবের প্রস্তাব গ্রহণও করেছে পিএসজি। তার একটি সৌদি আরবের ক্লাব আল হিলাল ও অন্যটি ইংলিশ ক্লাব লিভারপুল বলে জানা গেছে। আল হিলাল এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলেই খবর। লিভারপুলের প্রস্তাবের অঙ্কটাও বড়। পয়সা হাসিলের আশায় পিএসজি দুটি প্রস্তাবই গ্রহণ করেছে। কিন্তু এমবাপ্পে দুটির কোনোটিতেই রাজি নন। তার লক্ষ্য একটাই-রিয়াল মাদ্রিদ। কিন্তু আগামী মৌসুমে ফ্রিতে কেনার আশায় রিয়াল বড় অঙ্কের প্রস্তাব দিতে রাজি নয়। তাছাড়া চুক্তির মেয়াদ শেষ করতে পারলে এমবাপ্পেও পিএসজি থেকে মোটা অঙ্কের বোনাস পাবেন। তাই তিনি এ মৌসুমটি পিএসজিতেই কাটাতে চান। এ অবস্থায় পিএসজি এমবাপ্পেকে ‘বম্ব স্কোয়াডের’ সদস্য বানিয়ে দিয়েছে! উচ্চ বেতনের খেলোয়াড় যদি প্রত্যাশা অনুযায়ী পারফরম করতে না পারে বা ক্লাব তাদের দরকারী মনে না করে, তাদের মূল দল থেকে ছিটকে ফেলা হয়। এদের বলা হয় ‘বম্ব স্কোয়াড’-এর সদস্য। এমবাপ্পেকে প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বেই ‘বম্ব স্কোয়াডের’ খেলোয়াড় বানিয়েছে পিএসজি! তাকে ছাড়াই প্রাক-মৌসুম প্রস্তুতিপর্ব সেরেছে ক্লাবটি। চাপ আরও বাড়াতে তাকে পিএসজির বার্ষিক মিডিয়া দিবসের ফটোসেশন থেকে বাদ দেওয়া হয়েছে। মানে নতুন মৌসুমের জন্য পিএসজির দলীয় ফটোসেশনে এমবাপ্পেকে রাখা হয়নি! পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে, ক্লাব না ছাড়লে তাকে মৌসুমে এক মিনিটও খেলানো হবে না!