ভ্রাম্যমাণ প্রতিনিধ \ ভুরুলিয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর থানার আয়োজনে গতকাল শনিবার বিকাল ৪ টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্যামনগর থানা পুলিশ জনবান্ধব। জনগণের শান্তি, শৃঙ্খলা সহ জান মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রমের বিষয় তিনি বলেন শ্যামনগর থানা পুলিশ ইউনিয়ন জনপ্রতিনিধ সহ এলাকার জনগণের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল অপকর্ম, অরাজকতা সৃষ্টিকারী সহ দৃষ্কৃত কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সানা, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।