বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

খুলনায় মাংস ব্যাবসায়ীরা বেপরোয়া, প্রতারিত হচ্ছে ক্রেতারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সিরাজুল ইসলাম খুলনা থেকে \ খুলনায় মাংস ব্যাবসায়ীরা বেপরোয়া ভাবে প্রতারনা করে ভ্যাজাল মাংস বিক্রী অব্যাহত রেখেছে। প্রতিদিন প্রতারিত হচ্ছে শত শত ক্রেতা বাকবিতন্ডতা করে ও কোন ফল পাচ্ছে না ক্রেতারা। সরজমিন ঘুরে দেখাঃ খুলনা গল­ামারী কসাই খানায় প্রতিদিন যে গরু জবাই হয় সেই সব মাংস আশ পাশ ও বহিরাগত মাংস ব্যাবসায়ীরা পাইকারি দরে ক্রয় করে নিয়ে খুচরা বিক্রি করছে। কসাই খানায় গরুর ভুড়ির তেল চর্বি কম মুল্যে আলাদা বিক্রি হয়। এগুলো নিয়ে অসাধু মাংস ব্যাবসায়ীরা কৌশলে মাংসের মধ্যে ঢুকিয়ে দেয়। ক্রেতারা কেনার সমায় ঠিক না পেলেও বাসায় এসে দেখতে পায় প্রতি কেজিতে হাড্ডি মাংস আছে ৬০০ গ্রাম বাকি ৪০০ গ্রাম ঐ কম মুল্যের চর্বি। ৭৫০টাকা দরে মাংস কিনে প্রতারিত হচ্ছে এই ভাবে। প্রতি নিওতো বাকবিতন্ডতার সৃষ্টি হচ্ছে মাংসের দোকানে। গত কাল শক্রবার ফজর আলীর মাংসের দোকানে মাংস ক্রেতা জামাল ১কেজি কিনে টাকা প্ররিষোধ করে মাংসের পলিথিন খুলে দেখে অর্ধেকটাই তেলচর্বি। জামাল মাংস ফেরত দিতে চাইলে ফজরআলী কাটা মাংস ফেরত নিবে না বলে জানিয়ে দিলো। বাকবিতন্ডতা করে কোন লাভ হলোনা মাংস ক্রেতার। আলকাতরা বাজারের মাংস ব্যাবসায়ী করিম জানায়। ১মন মাংস কিনি ২৮০০০ হাজার টাকা দিয়ে তার থেকে শুকাইয়া কিছু ঘাটতি পড়ে, অল্প কিছু চর্বি না দিলে কোন লাভ থাকেনা। প্রতি দিন মাংস ক্রেতারা প্রতারিত হচ্ছে। এর প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী মহল।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com