বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বাড়তে শিশু প্রতিদিন, তার খাবারে মনিমিক্স পুষ্টি খাবার পাউডার দিন, এই স্লোগান কে সামনে রেখে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এস, এম সি কোম্পানির উদ্যোগে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে মনিমিক্স পুষ্টি খাবার পাউডার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় পলী চিকিৎসক ডাঃ হামিদুল ইসলামের সহযোগিতায় ৬ মাস থেকে ৫ বছর ও ১২ বছর মনিমিক্স + শিশুদের মাঝে মনিমিক্স পাউডার বিতরণ করা হয়। এ সময় এস, এম সি কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আঃ রশিদ মা ও শিশুদের বলেন মনিমিক্স পাউডার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষুধা বৃদ্ধি করে ও খাবারের রুচি বাড়ায়, শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শিশুর খেলাধুলা ও পড়াশুনায় মনোযোগ বাড়ায়, শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়। এ সময় ৬০ জন শিশুদের মাঝে মনিমিক্স পুষ্টি খাবার পাউডার বিতরণ করা হয়।