এফএনএস স্পোর্টস: ওয়ানডে ক্রিকেটে সীমিত যে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, কাজে লাগাতে পারেননি মোটেও। রান যেমন করতে পারেননি, তেমনি উইকেটে উপস্থিতি দিয়েও তিনি খুব ভালো সম্ভাবনার বার্তা দিতে পারেনি। তার পরও তাকে রাখা হয়েছে এশিয়া কাপের দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, বাঁহাতি এই ওপেনারকে আরেকটু সুযোগ দিয়ে দেখতে চান তারা। এশিয়া কাপের বাংলাদেশের ১৭ সদস্যের দলে রাখা হয়েছে নাঈমকে। লিটন কুমার দাসের উদ্বোধনী জুটির সঙ্গী হতে তার লড়াইটা হবে নতুন মুখ তানজিদ হাসানের সঙ্গে। সব শেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে লিটনের সঙ্গী ছিলেন নাঈমই। কিন্তু ওই দুই ম্যাচে তিনি আউট হন ৯ ও ০ রানে। ওয়ানডেতে আর একটি ইনিংসই তিনি খেলেছেন। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে করতে পেরেছিলেন ১ রান। আফগানিস্তান সিরিজের পর শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে চার ম্যাচ খেলেও তিনি করতে পারেননি কোনো ফিফটি। তবু টিকে গেছেন এশিয়া কাপের দলে। সংবাদ সম্মেলনে প্রশ্নের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। “নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। ইমার্জিং কাপে খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু সে স্টেবল। তার সঙ্গে যেহেতু আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এজন্য আমরা চিন্তা করেছি ওকে আরেকটু সুযোগ দেওয়া যায়।” গত ঢাকা প্রিমিয়ার লিগে ৭১.৬৯ গড়ে ও ৯১.৬৪ স্ট্রাইক রেটে ৯৩২ রান করেন নাঈম।