এফএনএস স্পোর্টস: কানাডায় গেøাবাল টি-টোয়েন্টি লিগ খুব একটা ভালো কাটেনি লিটন দাসের। তবে এর মধ্যেই তিনি ডাক পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের শেষ ভাগের জন্য তাকে দলে ভেড়াল গল টাইটান্স। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকেই গলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন সহ-অধিনায়ককে। এরইমধ্যে বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছেন স্টাইলিশ কিপার-ব্যাটসম্যান। এটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। “এলপিএল খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র দিয়েছি আমরা। টুর্নামেন্টের বেশি সময় আর বাকি নেই। নিজের দলের বাকি ম্যাচগুলো খেলে আসবে লিটন। গতকাল শনিবার দুপুরেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তার।” এবারই প্রথম এলপিএলে ডাক পেলেন লিটন। সাকিব ছাড়াও গলের স্কোয়াডে আছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ছয় ম্যাচ গেলেও এখনও খেলার সুযোগ পাননি তিনি। প্রথম পর্বে গলের বাকি রয়েছে আর দুই ম্যাচ। ছয় ম্যাচে ¯্রফে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি। এলপিএলে জাফনার হয়ে খেলে এরইমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন তিনি। এছাড়া এলপিএলে কলম্বো স্ট্রাইকার্স দলে আছেন শরিফুল ইসলাম। তবে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তার।