বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সুফলভোগী খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আধুনিক পদ্ধতিতে গরু ইষ্টপুষ্টকরণ প্রকল্প এর আওতায় ৩ দিনব্যাপী উপজেলার সুফলভোগী খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। উক্ত প্রশিক্ষণে গৃহপালিত গবাদি পশুর সুস্থ্য এবং সু-স্বাস্থ্যের উপর একটি ব্যাসিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং গবাদি পশুর সুস্থ্য ও স্বাস্থ্যর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ কিছু উপহার সামগ্রী খামারি প্রতি ২ কেজি ভিটামিন ও কৃমির ওষুধ প্রদান করা হয়।