মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও হুইল চেয়ার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিমিয় সভা ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাংসদ এড. মুস্তফা লুঃফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মধুসূদন মন্ডল, হারন-অর-রশিদ, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক আহসান কবীর মধু, তাহমিনা খাতুন, এস,আই বাকী বিল্লাহ ও উপজেলায় কর্মরত সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ। মতবিনিময় সভা শেষে ৮ জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস,এম মফিজুল ইসলাম।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com