স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক অভিযানে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ২ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কৃত মাদক ব্যবসায়ীরা সদর উপজেলার কুশখালী গ্রামের মৃত শহিদুল মোল্লার পুত্র মোঃ আলমগীর হোসেন (৪৫) একই গ্রামের মৃত মহিদুল ঢালীর পুত্র মোঃ সাকিব হোসেন(১৯) ও কালিগঞ্জ টোনা গ্রামের গনেষ সরকারের পুত্র জয় সরকার (২০), দেবহাটা নাওয়াপাড়া গ্রামের মৃত আমজাদ সরদার রবিউল ইসলাম (৩৮)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গতকাল সদরের কুশখালী আগলা পুকুর কান্দার মোড়ে অবস্থিত জনৈক শামসু ঢালীর বসত ঘরের সামনে হইতে ২ কেজি গাঁজা সহ আলমগীর ও সাকিবকে আটক করে। অপরদিকে গোয়েন্দা পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে কালিগঞ্জ টু তারালী মোড়স্থ ঘোষ ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রবিউল ও জয় সরকারকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় পৃথক ২ টি মাদক মামলা পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গি নাশকথা কারীদের গ্রেপ্তারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।