মীর আবু বকর \ সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আফম রুহুল হক, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা আলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডি ডি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু, নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, জেলা মহিলা অধিদপ্তরের ডিডি শফিউল আজম, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সহ সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরায় অতীতে বদনাম থাকলেও সেটিকে পিছে ফেলে সর্বক্ষেত্রে এগিয়ে গেছে। সাতক্ষীরা সর্বক্ষেত্র ব্যাপক সমৃদ্ধ। এখানের উৎপাদিত বিভিন্ন পণ্য বাংলাদেশ সহ আন্তর্জাতিক বাজারে স্থান পেয়েছে। সামগ্রিকভাবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। সভা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ কালেক্টরেট পার্কে ভেষজ উদ্ভিদের চারা রোপণ করেন।