ঋশিল্পীর শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে এবং ঋশিল্পীর রেক্টর গ্রাজিয়েলা মেলানো লাওরার সভাপতিত্বে গতকাল ঋশিল্পীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর শশীভূষণ পাল, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ আজিজুর রহমান এবং ঋশিল্পীর কো-অর্ডিন্টের (প্রোগ্রাম) সেলিমুল ইসলাম, এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু প্রমুখ। সমাবেশে সম্মানিত অতিথিগণ ২০২৩ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে নয়জন জিপিএ- ৫ প্রাপ্ত ও চারজন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা সহায়তাপ্রাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সমাবেশ ৬০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গৌতম সরকার।-প্রেস বিজ্ঞপ্তি