আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭ টায় শ্যামনগর থানার আয়োজনে নওয়াবেঁকি বাসস্ট্যান্ডে স্থানীয় জন সাধারণ, বাজার ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এর উপস্থিতিতে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাহেল বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চুরি, ইভটিসিং সহ সব অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার রাজিব রায়হান, আটুলিয়া বিট প্রধান শাহানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক এসএম জাকির হোসেন, আটুলিয়া আ’লীগের সাধারণ সম্পাদক বাবু সাধু রঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগের সদস্য এম এম মারুফ বিল্লাহ, আটুলিয়া কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম গাইন, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের এর নির্বাহী পরিচালক এসএম লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনি প্রমুখ।