কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার শেখ সুফিয়ান রু¯‘ম।১৪ আগস্ট সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে কালিগঞ্জ স্বা¯’্য কমপ্লেক্সে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতেই সিভিল সার্জন কালিগঞ্জ হাসপাতলে পেীঁছালেই প্রথমে তাকে স্বাস্ত্য ও প প কর্মকর্তা তাঁকে ফুল দিয়ে বরন করে নেন।হাসপাতালের স্যানিটারী ইন্সেচপেক্টর মোঃ আব্দুস সোবহানের সঞ্চালনায় ও স্বা¯’্য কমপ্লেক্সের স্বা¯’্য ও প প কর্মকর্তা ডাক্তার মোঃ বুলবুল কবীেেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী,সেবিকা ,পবিবার পরিকল্পনা স্টাফদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডাক্তার শেখ সুফিয়ান রু¯‘ম। প্রধান অতিথির বক্তব্যে নবাগত সিভিল সার্জন বলেন সারা বাংলাদেশ জুড়ে ডেঙ্গু পরি¯ি’তি খুবই বেড়ে গেছে। ডেঙ্গু বিষয়ে আপনাদের কর্মপরিধি আর ও দক্ষতা সাথে পরিচালনা করতে হবে।ডেঙ্গু বিষয়ে জনসচেতনা ও প্রতিরোধের বিষয়ে সরকারী ব্যাব¯’াপনার সাথে সাথে বে- সরকারী স্বা¯’্য কেন্দ্রগুলোকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার বিষযে তাগিদ দেন।শোকের মাসে বঙ্গবন্ধুর পরীবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কমানা সহ স্বাস্থ্য কেন্দ্রে ১৫ই আগস্ট বিষয়ে অনুষ্টান করার বিষয়ে ও তাগিদ দেন।হাসপাতালে স্বা¯’্যসেবার মান উন্নয়নেহাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করনে ,পরিষ্কার পরি”ছন্নতা সহ অন্যান্ন সেবার ধারাবাহিকত বজায় রাখতে হাসপাতালে আগত সকল রোগীরা যেন বঙ্গবন্ধুর দেশে সঠিক সেবা পায় সে বিষয়ে রোগীদের প্রতি হাসপাতলের সকল চিকিৎসক ও স্টাফদেরকে আরও বেশি আন্তরিক হওয়ার বিষয়ে আহব্বান করেন।প্রধান অতিথির সাথে ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোঃ আশিকুর রহমান।অনুষ্টানে উপস্তিত ছিলেন ডাক্তার মোহাম্মাদ হাসান জাফরী, ডাক্তার সাইরিস মেহেরা,ডাক্তার গোলাম মোস্তফা,ডাক্তার মোহাম্মাদ আশিকুর রহমান, ডাক্তার শংকর কুমার ঘোষ,ডাক্তার ফাতেমা খাতুন সুমি,ডাক্তার অনিন্দ্য দাশ সৌরভ ,ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান,ডাক্তার তনুশ্রী মল্লিক, ডাক্তার রুমা রানী পাল,ডাক্তার ফিরোজ হোসেন,ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, ডাক্তার মারূফ হাসান ,ইপিআই টেকনিশিয়ান শেখ মশিউর রহমান প্রমুখ।অনুষ্টানে কালিগঞ্জ হাসাপাতালের সকল সেবিকা,কর্মকতা কর্মচারী উপ¯ি’ত ছিলেন।নবাগত সিভিল সার্জন এই প্রধমেই কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলেন।
ছবিঃ কালিগঞ্জের হাসপাতালে সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন আগমন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন নবাগত সিভিল সার্জন ডাক্তার শেখ সুফিয়ান রু¯‘ম।